ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিক্ষা দিবস : শহীদদের স্মরণ করলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষা দিবস : শহীদদের স্মরণ করলো ছাত্রলীগ

ঐতিহাসিক শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা অধিকার চত্ত্বরে ফুল দিয়ে  শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার হাইকোর্টের মূল ফটকের বাইরে শিক্ষা অধিকার চত্ত্বরে ফুলেল শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতা-কর্মীরা।

এসময় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এ সময় শহীদদের আত্মার শান্তি কামনা করে ও শিক্ষা অধিকারের জন্য নিরন্তর সংগ্রামের আশা ব্যক্ত করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

১৯৬২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় পাকিস্তানি শাসন, শোষণ ও কুখ্যাত 'শরীফ কমিশন' প্রস্তাবিত শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করেন বীর ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল, কাঞ্চন প্রমুখ।

জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১৭ সেপ্টেম্বর 'শিক্ষা দিবস' হিসেবে পালিত হয়।  বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে।


রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়