ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ছাত্রলীগ নেতার ফোনালাপ পরিকল্পিত’

সাভার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ছাত্রলীগ নেতার ফোনালাপ পরিকল্পিত’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ নেতার ফোনালাপকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও সম্পাদক অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

তারা বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে সুযোগ হিসেবে নিয়ে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করে নিজেদের মতলব হাসিলের জন্য একটি গোষ্ঠি চক্রান্তে লিপ্ত। এ ফোনালাপের অডিও সেই চক্রান্তেরই অংশ।’

বিবৃতিতে বলা হয়, উপাচার্যকে দুর্নীতির জন্য দায়ী করতে সম্প্রতি ‘রাব্বানীর সঙ্গে জাবি ছাত্রলীগ নেতা কথোপকথনের অডিও ফাঁস’ শিরোনামে আরেকটি সংবাদ আলোচনায় এসেছে। যেকোনো যুক্তি-বুদ্ধি সম্পন্ন মানুষই বুঝতে সক্ষম, এ অডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে কল্পিত কাহিনী দিয়ে তৈরি করা। সংবাদসূত্রেও বিষয়টি স্পষ্ট।

একটি গণমাধ্যমে জাবি ছাত্রলীগ নেতা অন্তরের দেয়া বক্তব‌্যের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘তিনি (রাব্বানী) সেন্ট্রাল ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। আমি তার রাজনীতি করতাম। সে যা বলতো, তাই করতাম।’

ওই গণমাধ্যমকে অন্তর আরো বলেন, ‘অনেক কথাই তার (রাব্বানী) সঙ্গে হয়েছে। সে সেন্ট্রাল সেক্রেটারি ছিলো। সে যে কাজ করতে বলতো, তাই করেছি। সে তো এখন সাবেক। আমি আসলে কোন কথার পরিপ্রেক্ষিতে এসব বলেছি মনে নেই। মনে করে জানাব।’

বঙ্গবন্ধু পরিষদ মনে করে এ স্বার্থান্বেষী গোষ্ঠির অন্যায় দাবি মেটাতে পারেননি বলেই তারা উপাচার্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সকলকে সচেতন ও সজাগ থাকার অনুরোধের পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিপজ্জনক পথ পরিহার করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানানো হয়।

 

সাভার/সাব্বির/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়