ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিয়মবহির্ভূত ভর্তি : ছাত্রলীগ ও শিক্ষার্থীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিয়মবহির্ভূত ভর্তি : ছাত্রলীগ ও শিক্ষার্থীদের হাতাহাতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে নিয়মবহির্ভূতভাবে ছাত্র ভর্তির প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ করেছেন কিছু শিক্ষার্থী।

বিক্ষোভের একপর্যায়ে বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন।

জানা যায়, কয়েক শিক্ষার্থীর লিখিত পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ডাকসুর নেতা হওয়ার প্রতিবাদে ডিনের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেন সাধারণ শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মী ও প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ তারা মিছিল নিয়ে ডিনের কার্যালয় ঘেরাওয়ের জন্য বাণিজ্য অনুষদের দিকে যান। এর আগেই সেখানে সব নিয়ম বহালের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

দুপুর পৌনে ১টার দিকে ডিন কার্যালয়ে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এ সময় তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এতে আসিফ মাহমুদ নামে এক শিক্ষার্থী চোখের নিচে আঘাত পান। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রক্টরের কার্যালয়ের দিকে যান। অন্যদিকে, ছাত্রলীগের নেতাকর্মীরা বাণিজ্য অনুষদে অবস্থান নেন।


ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়