ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবরার হত্যার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২১, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবরার হত্যার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার সন্ধ‌্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে শহীদ মিনার থেকে বঙ্গবন্ধু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে আবরার হত্যার প্রতিবাদ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, নূর হোসেনের আত্বত্যাগের মধ্য দিয়ে যেমন এদেশ থেকে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল, তেমনি আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্যে দিয়ে এদেশ থেকে অন‌্য দেশের আগ্রাসন দূর হবে।

এসময় আবরারসহ পূর্বে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরেফিন রফিক বলেন, ‘আবরারকে হত্যাকারী কোনো দলের বা মতের হতে পারে না। হত্যাকারীরা যে দলেরই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশ শেষে বক্তারা বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কাঠাঁল তলায় মানবন্ধনের ঘোষণা দেন।


কুবি/দেলোয়ার হোসেন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়