ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অমিত সাহার পাশে নেই বন্ধুরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অমিত সাহার পাশে নেই বন্ধুরা

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে একটি নাম ঘুরেফিরে আসছে। সেটি হল ছাত্রলীগ বুয়েট শাখার সহ-সম্পাদক অমিত সাহা। তবে, ঘটনার দিন তিনি ছিলেন না বলে বন্ধুরা ফেসবুকে স্ট্যাটাস দিলেও বুধবার তারা বলছেন ভিন্ন কথা।

অমিতের ক্লাসমেট সুকান্ত জয় বলেছেন, ‘ক্লাসের অন্য দশটা মানুষের মতো তার সঙ্গেও আমাদের বন্ধুত্ব ছিল। আবরারের হত্যকাণ্ডের পর অমিত ঘটনার সময় নিজের অনুপস্থিতি এবং ঘটনায় ফেঁসে যাওয়ার কথা জানায়। তখন সে আবির সাহার বাসায় অবস্থান করছিল। এটা জেনে আমরা অমিতের পক্ষে গ্রুপে কিছু স্টেটমেন্ট দেই। যা পুলিশের প্রাথমিক তদন্তেও সত্য বলে প্রমাণিত হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে বের হয়ে আসা তথ্যে (স্ক্রিনশট) আর সবার মতো আমরাও তার সম্পৃক্ততা নিয়ে আর সন্দিহান নেই। এ কারণে তার পক্ষে সমর্থন প্রত্যাহার করছি।’

অপরজন ও বুয়েটের ছাত্র নাশিদ সিফাত বলেন, ‘আমরা জানি এরকম ঘটনায় একদম ধোয়া তুলসি পাতা কাউকে হঠাৎ করে জড়ানো সম্ভব না। অবশ্যই তার একাধিক ক্রিমিনাল রেকর্ড আছে। আমাদের এই অসচেতনতার জন্যই আজ এদের মতো অপরাধীর জন্ম। অমিত সাহা যে অপরাধই করে থাকুক আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং তার বন্ধু হিসেবে আমরা একান্তই লজ্জিত এবং দুঃখিত। প্রতিটি ঘটনার সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক  বিচার হোক সেটাই আমরা চাই।’

উল্লেখ্য, আবরারকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর রুমে নির্যাতন করা হয়। এই রুমের নিয়ন্ত্রণে ছিলেন অমিত সাহা। ঘটনার পর থেকেই তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।


ঢাকা/মাকসুদ/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়