ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হামলায় জড়িতদের কঠোর ব্যবস্থা: জবি উপাচার্য

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হামলায় জড়িতদের কঠোর ব্যবস্থা: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, ক্যাম্পাসে ছাত্রদের ওপর হামলাকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে জবি শিক্ষক সমিতির মানববন্ধনে এ কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, ছাত্রদের ওপর হামলা কোনো মানবিক কাজ হতে পারে না। এটা কোনো ছাত্রের কাজও নয়। ছাত্র হিসেবে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি যতদিন থাকব ততদিন যদি কোনো খুনি, সন্ত্রাসী অপরাধ করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় একটি মুক্ত বুদ্ধি চর্চার যায়গা। যে কেউ তার মতামত পেশ করতে পারে তার মানে এই নয় যে তাকে হত্যা করতে হবে।

উপাচার্য বলেন, বুয়েটের ঘটনা দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হওয়া উচিত।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নুর মোহাম্মাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো সেলিম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা জলী, মাইক্রেবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগম, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ।


জবি/তমাল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়