ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে র‌্যালি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৩১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে র‌্যালি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবিতে) ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে র‌্যালি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল এ র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মাদক বিরোধী সংগঠন 'উপলব্ধি'।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন মোড় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়।

র‌্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে বক্তারা মাদকের কুফল, পরিণাম এবং ক্যাম্পাসকে মাদকমুক্ত করার লক্ষ্যে বক্তব্য দেন।

এসময় উপলব্ধির আহবায়ক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আল আমিন শাহ বলেন, ‘মাদক শুধু নিজের ক্ষতি করে না। মাদক দেশ, সমাজ, জাতিকে ধ্বংস করে দেয়। তাই তরুণ সমাজকে মাদকমুক্ত করতে আমরা এর আয়োজন করি। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমরা মাদকের কুফল ও তার পরিণাম সম্পর্কে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। আমরা আশাবাদী, আমাদের নবীন শিক্ষার্থীরা এই মাদক থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকবে।’

এ সময় আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাহুল দেব বলেন, ‘আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হল আমরা এই ক্যাম্পাসকে শতভাগ মাদকমুক্ত রাখব। নবীন শিক্ষার্থীরা কোনোভাবেই যাতে মাদকের সাথে যুক্ত হতে না পারে, সেদিকে আমরা সবসময় খেয়াল রাখব।’

তিনি আরো বলেন, ‘আর যারা মাদকাসক্ত আছেন, তাদের উপযুক্ত কাউন্সিল করে আলোর পথ দেখানোই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।’


বশেমুরবিপ্রবি/রাশিদুল ইসলাম/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়