ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জাবি ভিসির বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্ট

সাভার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবি ভিসির বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসার সামনে পুলিশি ব্যারিকেডকে উপেক্ষা করে ভিসির অপসারণের দাবিতে প্রতিবাদী কনসার্ট করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধায় উপাচার্যের বাসভবন ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা পুলিশের সামনেই প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবস্থান নেন তারা।

আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে গান, কবিতা পাঠের মতো কর্মসূচি পালন করবেন।

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ মঞ্চের সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, ‘সভা-সমাবেশ-মিছিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমরা জমায়েত হয়েছি। ওই নিষেধাজ্ঞা দেখেই বোঝা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের কতটা ভয় পায়। আমরা শান্তিপূর্ণভাবে গান, কবিতা পাঠের মতো কর্মসূচি পালন করবো।’

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ আল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে মিছিল সমাবেশ অবৈধ। এ কারণে যদি ক্যাম্পাসে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’


সাভার/আরিফুল ইসলাম/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়