ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ফল প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিটেরই ফল প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুবির ‘এ’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ডিসিপ্লিনের পচ্ছন্দক্রম পূরণ করতে হবে। ‘এ’ ইউনিটের মেধা তালিকা থেকে আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলে ভর্তি করা হবে।

এছাড়া আগামী ১ ডিসেম্বর আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ডাকা হবে এবং দুপুর ২টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলে ভর্তি করা হবে।

‘বি’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদেরও আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ডিসিপ্লিনের পচ্ছন্দক্রম পূরণ করতে হবে। ‘বি’ ইউনিটের মেধা তালিকা থেকে আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভর্তি করা হবে।

‘সি’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদেরও আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ডিসিপ্লিনের পচ্ছন্দক্রম পূরণ করতে হবে। ‘সি’ ইউনিটের মেধা তালিকা থেকে আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে ভর্তি করা হবে।

‘ডি’ ইউনিটে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ২ ডিসেম্বর মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে () প্রদান করা হয়েছে।


খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়