ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বশেমুরবিপ্রবি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বশেমুরবিপ্রবি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের কয়েকটি কেন্দ্রে ‘সি’ ইউনিটের (জীব বিজ্ঞান অনুষদ) ভর্ভি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অংশ নেন।

বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এইচ’ (কৃষি অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৯ হাজার ৩০১ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

আগামীকাল শনিবার সকাল ১০টায় ‘আই’ ইউনিট (স্থাপত্য অনুষদ), দুপুর ১টায় ‘বি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও বেলা ৩টায় ‘এ’ ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

গোপালগঞ্জ/ বাদল সাহা/শাহেদ 

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়