ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাবি ভিসির দুর্নীতির প্রমাণ শিক্ষামন্ত্রীর দপ্তরে

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাবি ভিসির দুর্নীতির প্রমাণ শিক্ষামন্ত্রীর দপ্তরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের দুর্নীতির প্রমাণাদি শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের কাছে জমা দিয়েছেন জাবির চার শিক্ষক।

শুক্রবার রাতে আন্দোলনকারীদের পক্ষে চার শিক্ষক শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল আলীমের কাছে এসব তথ্য জমা দেন।

প্রতিনিধিদলে ছিলেন-বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা এবং ভুগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান চয়ন ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী।

জানা গেছে, ‘উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত’ সংবলিত ছয় পাতার অভিযোগপত্রসহ প্রায় ৭০ পাতার নথি সংযুক্ত করা হয়েছে।

উপাচার্যের টেক কমিটি গঠন, টেন্ডার ছিনতাই, উপাচার্যের ব্যক্তিগত সচিবের দুর্নীতি, চাঁদাবাজি, ছাত্রলীগের চাঁদার টাকা ভাগ-বাটোয়ারা, উপাচার্যের স্বামীর পিএইচডিতে নিয়মবহির্ভূতভাবে ভর্তি, স্কলারশিপ প্রদান ও ডিগ্রি প্রদান করাসহ উপাচার্যের বর্তমান ও অতীতের বেশ কিছু অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার তথ্য-উপাত্ত রয়েছে।

এর আগে, রাত ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির প্রমাণাদি শিক্ষামন্ত্রীর কাছে পাঠানোর ঘোষণা দেয়া হয়।

 

সাভার/সাব্বির/নাসিম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়