ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আসামিদের স্থায়ী বহিষ্কার চায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসামিদের স্থায়ী বহিষ্কার চায় শিক্ষার্থীরা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তবে চার্জশিটের পর তাদের মূল দাবি, আসামিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে প্রশাসনের তৎপরতা দেখতে চায় তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক অন্তরা তিথি বলেন, ‘আমরা চার্জশিটের বিষয়ে জানতে পেরেছি। এতে আমরা সন্তুষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর জন্য ধন্যবাদ জানাই। এখন এই আসামিদের স্থায়ী বহিষ্কারে প্রশাসনের ভূমিকা দেখতে চাই। তদন্ত কমিটির অগ্রগতি ও আমাদের সিদ্ধান্ত জানাতে তাদের শিগগিরই বুয়েট প্রশাসনের সঙ্গে আমরা বসব।’

শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত শিক্ষার্থীদের চার্জশিটের ভিত্তিতে স্থায়ীভাবে বুয়েট থেকে বহিষ্কার করতে হবে।

এর আগে উপাচার্য সাইফুল ইসলাম শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের ঘোষণা দেন। এ বিষয়ে তদন্ত কমিটিকে তদন্তে সাহায‌্যও করেন। কমিটির রিপোর্ট ও চার্জশিটের ভিত্তিতে স্থায়ী বহিষ্কারের বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছিলেন উপাচার্য।


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়