ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

'তাহলে তো অন্ধ বিশ্বাস করতাম না বন্ধুদের'

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
'তাহলে তো অন্ধ বিশ্বাস করতাম না বন্ধুদের'

ছাত্রলীগের হাতে নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বড় ভাইয়ের শোকে এখনো কাতর হয়ে আছেন।

ভাই হারানোর আর্তনাদের এক ফেসবুক স্ট্যাটাস দেন আবরার ফাইয়াজ।

রাইজিংবিডি পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

‘চলুন একটু কল্পনা করি- মৃত্যুর আগে কী মনে হয়নি, আমি এখানে এত স্বপ্ন নিয়ে পড়তে আসলাম, সবার সাথে তর্ক করলাম বুয়েট বেস্ট, এখন এখান থেকে আমার লাশ যাচ্ছে! আজব! অথচ, সেইদিন ভেবেছিলাম দেশের সবচেয়ে নিরাপদ ভার্সিটিতে আছি।

বাবা-মাকে তো লজ্জায় মুখও দেখাতে পারব না। সেই দিন যদি মেডিক্যাল বা ঢাবিতে ভর্তি হতাম,তাহলে তো অন্ধ বিশ্বাস করতাম না বন্ধুদের। বাসায় রুমমেটদের নিয়ে বললাম ওরা দুজন থাকতে আমার কিছু হবে না। বারবার নম্বর চাইলো ওদের ভরসায় নম্বরও দিলাম না। সত্যি আমাকে তোরা চিরদিনের জন্য সবার থেকে দূর করে দিলি।

বুয়েটের অনেকেই আমাদের কাছে ক্ষমা চান আনুষ্ঠানিকতার জন্য কিন্তু বিশ্বাস করেন আমরা কোনোদিন আপনাদের উপর ভরসা করিনি। আমরা অনেক আগেই জানি এদেশের বিশ্ববিদ্যালয়ের অবস্থা। কিন্তু যে আপনাদের উপর ভরসা করেছিলো সবচেয়ে বড় মূল্য তাকেই দিতে হয়েছে। ভাইয়া অবশ্য আপনাদের হয়তো আগেই মাফ করে দিয়েছে।

ছেলেটার সবচেয়ে বড় দুর্ভাগা। সবাই বুয়েট থেকে বের হবে কিন্তু তার আর বের হওয়া হলো না। দুনিয়ায় বড় হতেই দেখে গেলো সবাইকে কিন্তু সব যোগ্যতা থাকলেও নিজে কিছুই করতে পারলো না।

অনেক কষ্ট করে প্রাইভেট পড়িয়ে নিজের টাকায় একটা ফোন কিনলো এক বছর আগে। আর সেইটাই কিনা মৃত্যুর কারণ হলো। ফোন কেনার সময় বার বার বললো, তুই আমারটা নে আমি একটা নতুন কিনি।

ভাইয়া আমাদের কাছে ক্ষমা চাওয়ার কিছুই নাই, আর অন্যায় যার সাথে করছেন সে এখন অনেক দূরে। পারলে তার কাছে চাইয়েন। তবে ঠাণ্ডা মাথায় ভাবলে ক্ষমা করা কতটুকু যৌক্তিক সন্দেহ হয়।

 

ঢাকা/ইয়ামিন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়