ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৮১৫ আসনে পরীক্ষার্থী ৬৫ হাজার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৮১৫ আসনে পরীক্ষার্থী  ৬৫ হাজার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ২৬ টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। একইদিন বিকেল ৩ টার দিকে  ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে।  শনিবার সকালে ‘সি’ ইউনিটের ও বিকেলে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চারটি ইউনিটের ১৬ টি বিভাগে ৮১৫ টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ৬৫৩৬৬ জন।

ভর্তি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় শহরের মাহমুদুল হাসান কলেজ কেন্দ্র থেকে ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ হাবিব নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সে শহরের সাবালিয়া এলাকার বাসিন্দা।

শুক্রবার ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

তিনি জানান, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্তক রয়েছে।

ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে যাতায়াত ও আবাসনের ব্যবস্থা করেছে জেলাবাসী।



টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়