ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মানুষের সঙ্গে মিশে যেতে হবে’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মানুষের সঙ্গে মিশে যেতে হবে’

‘সংবাদজগতে কাজ করার ক্ষেত্রে সব সময় লেগে থাকতে হবে। সংবাদ সংগ্রহের সক্ষমতা তৈরি করতে হবে যেকোনো জায়গা থেকে। অনুসন্ধানের জন্য মানুষের সঙ্গে মিশে যাওয়ার মানসিকতা প্রয়োজন বলে শিক্ষার্থীদের উপদেশ দিয়েছেন সাংবাদিক রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে আয়োজিত ‘এডিটরস মিট’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘খুঁতখুঁতে মন ও অনুসন্ধিৎসু চোখ খোলা রেখে কাজ করতে হবে। ক্ষুদ্র ঘটনা থেকেই অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন করা সম্ভব। ফেসবুক এখন সংবাদের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেখা দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ সংবাদের তথ্য, ছবি এমনকি ভিডিও ফুটেজ ফেসবুস থেকে উঠে আসছে।’

শিক্ষার্থীদের সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময়কালে রফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ সংগ্রহের স্বার্থে অনেক কৌশল অবলম্বন করে এগুতে হবে। কখনো সাংবাদিক পরিচয়ে আবার কখনো সাধারণের বেশে পথ চলতে হবে।’

বিভাগের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান।

প্রভাষক ছালমা জান্নাত ও রমজান আলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতি। এছাড়াও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়/আবু সায়েম শান্ত/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়