ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রথমবর্ষ স্নাতক কোর্সের আবেদন শুরু ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবর্ষ স্নাতক কোর্সের আবেদন শুরু ৫ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৫ জানুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ১১ জানুয়ারি, রাত ১ টা পর্যন্ত।

উক্ত ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী  ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে ঘ) ২য় পর্যায়ে যে সকল আবেদনকারী অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করেছে এবং কলেজ কর্তৃক ফরম নিশ্চয়ন করা হয়েছে, সে সকল প্রার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।

বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (এর Prospectus/Important Notice  থেকে জানা যাবে।


গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়