ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসন্তোষ-আপত্তি জানাতে পারবে ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসন্তোষ-আপত্তি জানাতে পারবে ঢাবি শিক্ষার্থীরা

এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা তাদের অ‌্যাকাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রম সংক্রান্ত যেকোনো অনুযোগ, অসন্তোষ ও আপত্তি জানাতে জানতে পারবে।

এ ব্যাপারে একটি ‘অভিযোগ কমিটি (Grievance Committee)’ গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এই কমিটির কাছে লিখিত ও মৌখিকভাবে তাদের যেকোনো অভিযোগ-অনুযোগ জানাতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন’স কমিটির সভায় এই কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সকল অনুষদের ডিনের নেতৃত্বে এবং সকল ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে এ কমিটি গঠন করা হবে। পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিটি কমিটিতে দুজন করে নারী শিক্ষক থাকবেন।


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়