ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শীত উপেক্ষা করেও অনশনে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩২, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শীত উপেক্ষা করেও অনশনে শিক্ষার্থীরা

কনকনে শীতের মাঝেও আমরণ অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে গতকাল দুপুর থেকে অনশন শুরু করেন তারা।

জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস ও জিএস কাজল দাসের নেতৃত্বে প্রায় অর্ধশত শিক্ষার্থী সেখানে অনশন করছেন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

উৎপল বিশ্বাস বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছিলাম। কিন্তু উনাকে এ ব্যাপারে কতটুকু সত্য মেসেজ দেয়া হয়েছে তা আমরা জানি না। আমাদের বিশ্বাস তিনি এ সমস্যার সমাধান করবেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় ধর্মীয় উৎসবগুলোর সময় নির্বাচন দেয়ার পায়ঁতারা হয়েছিল।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সুষ্ঠু সমাধান না দেয়া হয় এবং এ চরম ভুলের জন্য ক্ষমা না চাওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।’

এর আগে গত মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়