ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিজান হত্যাকারীদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিজান হত্যাকারীদের শাস্তি দাবি

এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী মিজানুর রহমান মিজানের হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে লক্ষ্মীপুর আলোকিত প্রজন্ম নামে একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে ঢাকায় রায়পুর যুব কল্যাণ সমিতি ও ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, ঢাকায় ইউনিটি স্বেচ্ছাসেবী পরিবার, লক্ষ্মীপুরের আলোকিত প্রজন্মসহ কয়েকটি সংগঠন অংশ নেয়।

মিজানের ভাই আরিফ হোসেন বলেন, ‘আমার ভাইকে হারিয়েছি। আমরা চাই না আর কেউ তার ভাই, বোন বা প্রিয়জনকে এভাবে হারায়। পুলিশ তিনজনকে গ্রেপ্তারের কথা বললেও বাদী হিসেবে থানায় গেলেও আসামিদের আমাকে দেখতে দেয়নি। দ্রুত আমার ভাইয়ের খুনিদের বিচার চাই।’

মিজানের বন্ধুরা বলেন, ‘আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি চাই। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। মিজান খুবই বিনয়ী ছিল। তার সাথে কারো কোনো ব্যক্তিগত বিরোধও ছিল না।’

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মিজান কর্মস্থল বনানীর একটি রেস্তোরাঁ থেকে তার বাসা শেওড়ায় ফেরার পথে অপহরণের শিকার হন। পরেরদিন ভোর চারটায় হাতিরঝিলে তার লাশ পাওয়া যায়।


ঢাকা/মামুন খান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়