ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাকা কলেজে নবীনবরণ

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা কলেজে নবীনবরণ

দেশের উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ঢাকা কলেজ আজ নবীনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

মঙ্গলবার কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের বিভাগগুলোতে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

ব্যবস্থাপনা বিভাগের নবীন ছাত্র শফিকুর রহমান রিয়াদ বলেন, ‘ঐতিহ্যবাহী ঢাকা কলেজে ভর্তি হতে পেরে আমি গর্বিত। এখানকার শিক্ষকদের আন্তরিক মনোভাব আমাকে আরো বেশি উৎসাহ এবং অনুপ্রেরণা যুগিয়েছে।’

হিসাব বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মারুফ আহসান বলেন, ‘সাত কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই আমার প্রথম পছন্দ ছিল ঢাকা কলেজ। পছন্দের কলেজে ভর্তি হতে পেরে আমি খুব আনন্দিত। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকদের যেমন অনুপ্রেরণা পেয়েছি, তাতে আমার মনে হয় আগামী দিনগুলো আরো সুন্দর হবে।’

ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এ.বি.এম সিহাবউদ্দিন আহমেদ নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের কাছে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের সকল সুযোগ-সুবিধা দেয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।’

নবীনদের সম্পর্কে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘ঢাকা কলেজ বাংলাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের সুনাম যুগ যুগ ধরে চলে আসছে। আমি আশা করি, আমার নবীন ছাত্ররাও ঢাকা কলেজের এ সুনাম ধরে রাখবে।’


ঢাকা/রায়হান/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়