ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলা একাডেমি পুরস্কার পেলেন ড. স্বরোচিষ সরকার

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলা একাডেমি পুরস্কার পেলেন ড. স্বরোচিষ সরকার

সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ পেয়েছেন অধ্যাপক ড. স্বরোচিষ সরকার।

বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ড. স্বরোচিষ সরকারসহ পুরস্কারপ্রাপ্ত ১০ জনের নাম ঘোষণা করেন।

ড. স্বরোচিষ সরকার প্রাবন্ধিক ও গবেষক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) বিভাগে কর্মরত। তিনি বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণের অন্যতম লেখক ও সম্পাদক। তার সম্পাদিত অভিধানসমূহের মধ্যে বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান অন্যতম।

১৯৯২ সাল থেকে ড. স্বরোচিষ সরকার আট বছর ধরে বাংলা একাডেমির কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থের পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন। ২০০১ সাল থেকে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত গবেষণা-পত্রিকা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ জার্নালের সহযোগী সম্পাদক ও বর্তমানে সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

 

শাহিনুর খালিদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়