ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাবিতে র‌্যাগিং করায় শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদাদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবিতে র‌্যাগিং করায় শিক্ষার্থীকে বহিষ্কার

শিক্ষার্থীদের র‌্যাগিং করার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়া আর কখনো র‌্যাগিং করবে না- এমন শর্তে সাত শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৪৯৫তম সিন্ডিকেট সভায় রাজু আহমেদকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তিনি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

র‌্যাগিংয়ে পরোক্ষভাবে সংযুক্ত থাকায় একই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম আলোক, মাজেদুল ইসলাম, মিতু আক্তার, তাসনিমা কামাল, রহিম বাদশা, রিয়াজ রহমান শান্ত ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সুমাইয়া খাতুন শাম্মীর কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

 

শাহিনুর খালিদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়