ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চাকরির আবেদন ফি কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরির আবেদন ফি কমানোর দাবি

চাকরির আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন করছেন চাকরি প্রার্থীরা।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

সাধারণ চাকরি প্রার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনকারীরা বলেন, ‘একজন বেকার কীভাবে প্রতি মাসে দুই তিন হাজার টাকা চাকরির আবেদন বাবদ আবেদন ব্যয় করবে? এটা কোনোভাবেই কাম্য নয়। অনেকে মেধাবী ও দক্ষ হওয়া সত্ত্বেও অর্থের অভাবে ভাল জায়গায় আবেদন করতে পারছেন না। কিন্তু বিত্তশালীরা আবেদন করছে খুব সহজেই। যেটা বৈষম্য তৈরি করছে।’

তারা বলেন, ‘এখন সংসদ অধিবেশন চলছে। আশা করি এ সময়ে প্রধানমন্ত্রী বেকারদের কথা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেবেন।’

পরবর্তী কোন কর্মসূচি আছে কি না জানতে চাইলে মানববন্ধনকারীরা বলেন, ‘আমাদের পরবর্তী কোন কর্মসূচি নেই। এটা সাধারণ কর্মসূচি ছিল। পরবর্তীতে যদি কোন কর্মসূচি থাকে তাহলে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেব।’

তারা আরো বলেন, ‘এটা সাধারণ চাকুরি প্রার্থীদের আবেদন। সরকার বিরোধী আন্দোলন নয়। কোটা আন্দোলনকারী বা সাধারণ ছাত্র অধিকার পরিষদ নামে কোনো সংগঠনের সাথেও আমাদের সংশ্লিষ্টতা নেই।’

কেউ যাতে এ আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

এ সময় মানবন্ধনকারীরা চাকরির আবেদন ফি চার স্তরে রাখার দাবি জানান। এর মধ্যে ৯ম গ্রেডের জন্য আবেদন ফি ২০০ টাকা, ১০ম গ্রেডের জন্য আবেদন ফি ১৫০ টাকা, ১১ থেকে ১৪তম গ্রেডের জন্য আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা এবং ১৫ থেকে ২০তম গ্রেডের জন্য আবেদন ফি সর্বোচ্চ ৫০ টাকা।  

 

ঢাকা/ইয়ামিন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়