ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেখ বোরহানুদ্দীন কলেজে নবীনবরণ উদযাপন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ বোরহানুদ্দীন কলেজে নবীনবরণ উদযাপন

ঢাকার শেখ বোরহানুুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে তিন ধাপে নবীনবরণ উদযাপন করা হয়েছে।

সর্বশেষ সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় কলেজের নবাগতদের বরণ অনুষ্ঠান।

জানা যায়, গত ৪ফেব্রুয়ারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির নবীনবরণ অনুুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৭ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো: সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ড. সাজাহান মিয়া।

এর আগে ১০ ফেব্রুয়ারি কলেজের অনার্স,ডিগ্রী (পাস) ১ম বর্ষের নবীনবরণ অনুুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ড. সাজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ড.জালাল আহমেদ, ড.ওমর বিন আব্দুল আজিজ।

সর্বশেষ ১৭ফেব্রুয়ারি কলেজের মাস্টার্স (প্রিলিমিনারী) ও মাস্টার্স (ফাইনাল) এর ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ড. সাজাহান মিয়া।

অতিথিরা ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করেন এবং প্রয়োজনীয়ে দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে নেপালে অনুষ্ঠিত এসএ গেম্‌স এ আর্চারিতে স্বর্ণ পদক পাওয়াতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ আশিকুজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়। সাথে গোল্ড মেডেল, দশ হাজার টাকার চেক ও তার শিক্ষার সকল ব্যয়ভার বহনের দায়িত্ব নেয় কলেজ।


ঢাকা/ইয়ামিন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়