ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে না ঢাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে না ঢাবি

সমন্বিত ভর্তি পরীক্ষায় না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ‌্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সান্ধ্য কোর্স স্থগিত ও সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নিতে অ্যাকাডেমিক কাউন্সিলের এই জরুরি সভা ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অ্যাকাডেমিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ অ্যাকাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক, বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য।

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। এতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আগেই অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়।

এর আগে গত বৃহস্পতিবার সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। 

 

ঢাকা/ইয়ামিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়