ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সান্ধ্য কোর্স বাতিল হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সান্ধ্য কোর্স বাতিল হলে আন্দোলনের হুঁশিয়ারি

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বাতিল হলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সান্ধ্য কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

সোমবার রাতে অ‌্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর বিষয়টি নিয়ে সান্ধ্য কোর্সের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

সামাজবিজ্ঞান অনুষদের সান্ধ্য কোর্স সোশ্যাল পলিসির শিক্ষার্থী আমিনুল ইহসান রনি বলেন, ‘সান্ধ্য কোর্স বন্ধের প্রতিবাদ আগামী শুক্রবার মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা সমবেত হয়ে এর প্রতিবাদ জানাব। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ সপ্তাহের সময় দেয়া হয়েছে। এর মধ্যে যদি সঠিক সিদ্ধান্ত না আসে, তাহলে আমরাও আন্দোলনে নামব।’

এদিকে সোমবার দীর্ঘ সাত ঘণ্টারও বেশি সময় ধরে অ‌্যাকাডেমিক কাউন্সিলের সভায় সান্ধ্য কোর্স আলোচনা হয়। সেখানে সান্ধ্য কোর্সে শিক্ষার্থী ভর্তি সাময়িক বন্ধ করা হয়েছে।

এছাড়া নীতিমালা করার জন্য উপ-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদকে প্রধান নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়