ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘প্রযুক্তিগত জ্ঞান ছাড়া টিকে থাকা সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রযুক্তিগত জ্ঞান ছাড়া টিকে থাকা সম্ভব নয়’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তিগত জ্ঞান ছাড়া বর্তমান বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমাদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে রবি-আইবিএ ইনোভেশন ল্যাব উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ছেলেরা অনেক বেশি ইনোভেটিভ। তাদের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এজন্য আমাদের প্রয়োজন সঠিক পরিকল্পনা। আসলে আমরা কী করতে চাচ্ছি, আমাদের কী করণীয়, সেগুলো নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা কেন্দ্রীয়ভাবে ইনোভেশন ল্যাব স্থাপন করতে চাই। সেটি খুবই শিগগিরই করতে চাচ্ছি। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়গুলো তাদের কারিকুলাম নিজেরাই তৈরি করছে, পড়াচ্ছে, শিক্ষার্থীরা পড়ছে। কিন্তু চাকরির বাজারে গিয়ে তারা স্থান পাচ্ছে না। অভিযোগ করছে, তারা চাকরি পায় না। তাদের জায়গায় বিদেশিরা কাজ করছে। অন্যদিকে, যারা চাকরিদাতা তারা বলছে, আমরা যে স্কিল চাই, সেটি আমরা পাচ্ছি না।

দীপু মনি বলেন, নলেজের সাথে দক্ষতা ও মনোভাবের সমন্বয় ঘটাতে হবে। যাতে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে ভালোভাবে অংশ নিতে পারি। সে দক্ষতা অর্জন করতে হবে। জাতির জনকের স্বপ্নের সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।


ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়