ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩ হাজার শিক্ষার্থী নিয়ে গণিত উৎসব

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ হাজার শিক্ষার্থী নিয়ে গণিত উৎসব

শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর করার লক্ষ্যে মেহেরপুরে স্বপ্ন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় শহীদ ড. সামসুজ্জোহা পার্কে এ উৎসবের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গণিত উৎসব উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করা গেলে তারা যথার্থ মেধাবী শিক্ষার্থী হিসাবে গড়ে উঠবে। গণিতকে ভয় নয়, উপভোগ করতে হবে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই এরকম অনুষ্ঠানের মাধ্যমে তাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে এ অনুষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করবে।’

জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে পুলিশ সুপার এসএম মুরাদ আলী, ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সভাপতি জিয়াউল হক জিয়া, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লভ ভট্টাচার্য, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুর রহমানসহ গণিত উৎসবে অং গ্রহণকারী প্রায় তিন হাজার শিক্ষার্থী এ সময় সেখানে উপন্থিত ছিলেন।

 

মহাসিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়