ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাস নিয়ে দেশের পরিস্থিতি বিবেচনায় এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১১ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘আলোচনা সভা ও কণ্ঠস্বরের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দিপুমনি বলেন, ‘আমরা এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেইনি। প্রয়োজন হলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেবো। যতক্ষণ পর্যন্ত বিশেষজ্ঞদের মতামত না পাব, ততক্ষণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হবে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশে করোনাভাইরাস নিয়ে এখন যে পরিস্থিতি তাতে এখনই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজন নেই।’

করোনাভাইরাস নিয়ে অহেতুক ডাক্তারের মতো পরামর্শ না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসলিমা হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী প্রমুখ।

 

ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়