ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা আতঙ্ক, রাবিতে সব ধরনের অনুষ্ঠান স্থগিত

রাবি সংবাদদাতা: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আতঙ্ক, রাবিতে সব ধরনের অনুষ্ঠান স্থগিত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় মুজিববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন ওই কমিটির সদস্য অধ্যাপক মলয় ভৌমিক।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্তের আশঙ্কায় মুজিববর্ষ উদযাপনের জন্য ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল আয়োজন স্থগিত করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী রাবিতেও জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ছোট পরিসরে মুজিববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হবে। যে অনুষ্ঠানগুলোতে বেশি মানুষের সমাগম হয়, সেই ধরনের অনুষ্ঠানগুলো স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘মুজিববর্ষ উদযাপন কমিটির সভায় ক্যাম্পাসে জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।’


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়