ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘বিশ্ববিদ্যালয় বন্ধ নয়, সবাইকে সচেতন থাকতে হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিশ্ববিদ্যালয় বন্ধ নয়, সবাইকে সচেতন থাকতে হবে’

করোনাভাইরাস আতঙ্কে জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ চায় শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষ বিশ্ববিদ‌্যালয় বন্ধ না কারার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ গ্রুপের এক জরিপে ৭৫ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে মত দিয়েছেন। এতে অংশ নিয়েছেন দুই হাজার ৭০৫ জন শিক্ষার্থী। যার মধ্যে দুই হাজার ১৪ জন বিশ্ববিদ্যালয় বন্ধ চান। তবে এ মূহুর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ কোনো সমাধান নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসব নিয়ে শঙ্কিত হওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে সতর্কতামূলক অবস্থান করতে হবে। আমরা যদি সব ক্ষেত্রে দায়িত্বশীল, সচেতন ও সতর্ক থাকি, তাহলে সমাজের অনেক অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব।’

ভিসি বলেন, ‘আমাদের প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ বিষয়ে কথা হয়েছে। হলগুলোতে আমাদের শিক্ষকরা খোঁজ-খবর নেবেন। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা কোনো সমাধান নয়।’

তবে শিক্ষার্থীরা বলছেন, ‘গণরুমের পরিবেশ ভালো না। এছাড়া, চারজনের রুমে যেখানে ৮-১০ জন থাকে সেখানে এসব সচেতনতা দিয়ে কিছু হবে না।’

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘ভাইরাস যেহেতু চোখে দেখা যায় না, তাই জনবহুল পরিবেশে সচেতন থেকে কোনো লাভ হবে বলে মনে করি না। আর যদি সত্যই বাংলাদেশে করোনা আক্রান্তের সম্ভবনা থাকে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উত্তম সিদ্ধান্ত হবে।’


ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়