ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে ঢাবির ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে ঢাবির ৪ শিক্ষার্থী

করোনাভাইরাস আতঙ্কে ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থী।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন তারা।

অনশনে যাওয়া শিক্ষার্থীরা হলেন টেলিভিশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো.হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্লাবন, কে এম তুর্য।

অনশনকারীদের দাবি, সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও তিনজন আক্রান্ত হয়েছে। এখানে একবার করোনা হলে তা সাড়ানো কষ্টসাধ্য হবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হোক। দাবি আমাদের একটি, সেটি হলো ক্যাম্পাস বন্ধ করা হোক।

তাদের মতে, একদিকে গণরুমের ঘনবসতি। অন্যদিকে চারজনের রুমে ৮ থেকে ১০ জনের বসবাস। করোনাভাইরাস একবার ছড়িয়ে পড়লে তা ভয়াবহ হতে পারে। সব মিলিয়ে এখন মহা আতঙ্ক ক্যাম্পাসজুড়ে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.গোলাম রব্বানীকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


ঢাকা/ইয়ামিন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়