ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা: অসতর্ক অভিভাবক, ঘুরে বেড়াচ্ছে শিক্ষার্থীরা!

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: অসতর্ক অভিভাবক, ঘুরে বেড়াচ্ছে শিক্ষার্থীরা!

করোনা ঝুঁকি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পরও সতেচতন হননি অনেক অভিভাবক। তারা শিক্ষার্থীদের চলাফেরা-পড়াশোনা বাসা-বাড়িতে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছেন।  স্বাস্থ‌্য বিশেষজ্ঞরা বলছেন, কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করলেই হবে না, করোনা-ঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের অবাধে চলাফেরা বন্ধ করতে হবে। তাদের জনসমাগম স্থল থেকে দূরে রাখারও পরামর্শ দেন তারা।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীরা যেন প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে, সে ব্যাপারে অভিভাবকদের সচেতন করে তুলছেন। দিয়ে যাচ্ছেন প্রয়োজনীয় দিক-নির্দেশনাও।  

রাজধানীর শেখ বোরহানুদ্দীন কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল আওয়াল বলেন,  ‘কলেজ বন্ধ।  এখন পরিবারের সদস‌্যদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। নিজের ব্যবসা না থাকলে আমিও চলে যেতাম।  পরিবারের সদস‌্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছি। ’

আরেক অভিভাবক বলেন, ‘নিজেদের পাশাপাশি সন্তানদেরও সতর্ক অবস্থানে রাখা এখন সময়ের দাবি। সরকার স্কুল বন্ধ করে দিয়েছে।  আমি চাই, অন্তত কিছু দিনের জন্য হলেও সবাই এই নিয়ম মেনে চলুক।’

ফটিকছড়ির উত্তর রোসাংগিরী আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘স্কুল বন্ধ থাকলেও আমাদের প্রতি নির্দেশনা আছে স্ব-স্ব এলাকার শিক্ষার্থীদের প্রতি নজর রাখতে।  আমরাও সেই অনুযায়ী কাজ করছি। ’

নারায়ণগঞ্জের একটি বেসরকারি কলেজের শিক্ষক বলেন, ‘শুরুতে স্কুল বন্ধ থাকলেও কোচিং সেন্টার চালু ছিল।  কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে তাও বন্ধ করা হয়েছে। ’

প্রসঙ্গত, গত ১৬ মার্চ (সোমবার) শিক্ষার্থীদের বাসায় থাকা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।  এতে বলা হয়, বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা ঘুরে বেড়াচ্ছে।  এতে তাদের মধ‌্যে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। কোনও শিক্ষার্থীকে রাস্তায় ঘুরতে দেখলে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেও জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।  

বিষয়টিকে ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত বলেন, ‘শিক্ষার্থীরা এখনও বিনোদন স্পটসহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে।  এতে ঝুঁকি বাড়বে। ’

এই শিক্ষক আরও বলেন, ‘অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের নিয়ম মেনে বাসার ভেতর থাকা নিশ্চিত করা।  তা নাহলে শিশুর পাশাপাশি পরিবারও ঝুঁকিতে পড়বে। ’

করোনা প্রতিরোধে সচেতনতার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ। শিক্ষার্থীদের সাবধানে বাসায় থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 


ঢাকা/ইয়ামিন/হক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়