ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৩য় থেকে ৫ম শ্রেণির পাঠদান রেডিও-টিভিতে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩য় থেকে ৫ম শ্রেণির পাঠদান রেডিও-টিভিতে

করোনাভাইরাসের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির দিনগুলোতে ৩য় থেকে ৫ম শ্রেনির শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে সকল মায়েদেরকে ক্ষুদেবার্তার মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘এ টু আই’ প্রকল্পের কারিগরি সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ইতোমধ্যে বিষয়টি নিয়ে এটুআই এর সঙ্গে আমাদের সভা হয়েছে। করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সেজন্য আমাদের এই উদ্যোগ।’

তিনি বলেন, ‘মূলত প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদেরকে এ কার্যক্রমের আওতায় আনা ফলপ্রসূ হবে না। তাই আমরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদেরকে এই কার্যক্রমের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। এটুআই এর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের কয়েকটি প্রস্তাব দিয়েছি। আমাদের পরামর্শের ভিত্তিতে তারা একটি রূপরেখা তৈরি করবে। এরপর পরবর্তী সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

অনেকের বাসায় টেলিভিশন নেই, এ কারণে এই শ্রেনি পাঠ রেডিওতে সম্প্রচার করা হবে বলে জানান সচিব।


ঢাকা/ইয়ামিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়