ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৮ মার্চ থেকে সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৮ মার্চ থেকে সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য বিকল্প ব্যবস্থা চলবে পাঠদান। ২৮ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে টেলিভিশনের মাধ্যমে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ক্লাস সম্প্রচার।

সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রেণির ক্লাস সম্প্রচার হবে।

এদিকে ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ক্লাসও রেডিও এবং টেলিভিশনে প্রচারের চেষ্টা করছে সরকার।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য আমাদের এ উদ্যোগ। এটি প্রক্রিয়াধীন। এটুআই এর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের কয়েকটি প্রস্তাব দিয়েছি। আমাদের পরামর্শের ভিত্তিতে তারা একটি রূপরেখা তৈরি করবে। এরপর পরবর্তী সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


ঢাকা/ইয়ামিন/এসএম  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়