ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা: ২৪ কোটি টাকা দিচ্ছেন প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: ২৪ কোটি টাকা দিচ্ছেন প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা থেকে ২৪ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। শুক্রবার (৩ এপ্রিল)  অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই স্বেচ্ছায় এই টাকা করোনা মোকাবিলার জন্য দান করছেন।’

মো. ফসিউল্লাহ আরও বলেন, ‘এই বছর সারাদেশের প্রাথমিকের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ ১২০ কোটি টাকা ছাড় করা হয়েছে।’দেশের ক্রান্তিকালে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের এই দান ভালো লাগার মতো বলেও তিনি মন্তব্য করেন।


ঢাকা/ইয়ামিন/এনই 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়