ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৪ লাখ টাকা দেবে ডাকসু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৪ লাখ টাকা দেবে ডাকসু

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৪ লাখ টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

নববর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোর আপ্যায়ন বাবদ এ অর্থ বরাদ্দ করা হয়েছিল।

বুধবার (০৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডাকসুর আহ্বানের পরিপ্রেক্ষিতে নববর্ষের জন্য বরাদ্দ হওয়া হলগুলোর আপ্যায়ন বাবদ অর্থ অসহায় মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় ৫৪ লাখ টাকা দেওয়া হবে।

সাদ্দাম হোসেন বলেন, যেহেতু বৈশ্বিক একটি সংকট আমরা মোকাবিলা করছি এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নৈতিক দায়বদ্ধতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে। সেজন্য নববর্ষে আমাদের হলগুলোর জন্য আপ্যায়ন বাবদ যে টাকা বরাদ্দ দেওয়া হয় সেটা যেন অসহায় মানুষদের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যয় করা হয়।  আমরা ডাকসুর পক্ষ থেকে সে আহ্বান করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।  শিগগিরই এ অর্থ হস্তান্তর করা হবে।


ঢাকা/ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়