ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কারিগরিতেও হবে অনলাইনে ক্লাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারিগরিতেও হবে অনলাইনে ক্লাস

করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়শোনা যাতে বিঘ্নিত না হয় সে জন্য কারিগরি শিক্ষার্থীদেরও অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মো. সানোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বিষয়ভিত্তিক ক্লাসসমূহ অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের আরো কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষে খুব শিগগিরই ক্লাস শুরু করা যাবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) এসএসসি (ভোকেশনাল) পর্যায়ের সব শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে নেওয়া হবে।’

এক্ষেত্রে বিষয়ভিত্তিক প্রয়োজনীয় ডিজিটাল কনটেন্ট প্রস্তুত করা হবে। পাশাপাশি গুগল ক্লাসরুম, গুগল ড্রাইভ, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ইমো ইত্যাদি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ক্লাস গ্রহণ করা হবে। এ বিষয়ে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এর আগে গত ৭ এপ্রিল থেকে সংসদ টেলিভিশনে শুরু হয় প্রাথমিকের ক্লাস।

 

ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়