ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডাকসুর উদ্বৃত্ত টাকা অসচ্ছল শিক্ষার্থীদের দিতে চান না উপাচার্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকসুর উদ্বৃত্ত টাকা অসচ্ছল শিক্ষার্থীদের দিতে চান না উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠান না হওয়ায় বরাদ্দকৃত ৩০ লাখ টাকা রয়ে গেছে। এ টাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের দাবি উঠলেও তা করতে করতে চান না উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তবে এভাবে এ অর্থ এভাবে ব্যয় করা যাবে না বলে জানিয়েছেন পদাধিকারবলে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ।

জানা যায়, নির্বাচিতদের অভিষেকের জন্য বরাদ্দ করা হলেও ইতোমধ্যে একবছর শেষ। নির্বাচিতদের মেয়াদ শেষ। পরে এ অর্থ প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এখন নবীন বরণ করারও সুযোগ নেই। এ অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ব্যয় করার দাবি জানিয়েছেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।

এভাবে টাকা খরচে গঠনতন্ত্রের বিতর্ক রয়েছে, এ বিষয়ে সাদ বিন কাদের বলেন, ‘যে গঠনতন্ত্র এই দুর্যোগে সহায়ক নয়, সে গঠনতন্ত্র দিয়ে কী হবে? আইন মানুষের কল্যাণের জন্য, আইনের সংশোধন এবং পরিমার্জন সম্ভব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অভিষেকের টাকাটা অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের জন্য ব্যয় করা।’

জানতে চাইলে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এ অর্থ ব্যয়ে আইনি জটিলতা আছে। এটি সরকারি অর্থ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থেরও সঙ্কট রয়েছে। সরকারি অর্থের ওপর আমাদের নির্ভর করতে হয়। নির্দিষ্ট খাতের এ অর্থ অন্য কোথাও ব্যয় সম্ভব না। নীতিমালার বাইরে গেলে জটিলতা সৃষ্টি হতে পারে। ’


ঢাকা/ইয়ামিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়