ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এইচএসসির ক্লাসও অনলাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এইচএসসির ক্লাসও অনলাইনে

করোনাভাইরাসের কারণে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন।

সৈয়দ গোলাম ফারুক বলেন, কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজ উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। অনেক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে উপকৃতও হচ্ছে। বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই। এ অবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ইতোমধ্যে সংসদ টেলিভিশনে প্রথমিক ও মধ্যমিকের ক্লাস নেয়া হচ্ছে। কারিগরিতেও শুরু হতে যাচ্ছে অনলাইন ক্লাস কার্যক্রম।


ঢাকা/ইয়ামিন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়