ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আবাসিক সংকট নিরসনের উদ্যোগ ঢাবি প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবাসিক সংকট নিরসনের উদ্যোগ ঢাবি প্রশাসনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবসন সংকট নিরসনে কঠোর হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর জানায়, আবাসন সংকট নিরসনে প্রভোস্ট কমিটি একটি বৈঠক করেছে। এতে ছুটির পর আবাসন সংকট নিরসনে কঠোর হচ্ছে।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে-

বিশ্ববিদ্যালয় খোলার পর শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হলের নীতিমালার আলোকে হলে অবস্থান করবে।  যাদের ছাত্রত্ব নেই তারা কোনক্রমেই হলে অবস্থান করতে পারবে না।  তাদেরকে হল প্রশাসন কর্তৃক দেওয়া সময়ের মধ্যে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সংশ্লিষ্ট কক্ষ/সিট ছেড়ে দিতে হবে। তীব্র আবাসন সংকট নিরসনে এর বিকল্প নেই।

হলের কোনও কক্ষের মেঝেতে কোনও শিক্ষার্থী অবস্থান করতে পারবে না।  প্রয়োজনে, যথাযথ নিয়মে, ডাবলিং করতে পারবে।

হল প্রশাসন যেসব কক্ষে খাট/বেড নাই ছুটিকালীন সময়ে সেসব কক্ষে নিয়মমাফিক খাট/বেড সরবরাহ করার ব্যবস্থা নিবেন।

সভায় অভিমত ব্যক্ত করা হয় যে, এসব সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের গড়ে ওঠা কথিত ‘গণরুমের’ অবসান ঘটবে। তবে এই ‘গণরুমের’ অবসান ও ‘যাদের ছাত্রত্ব নেই তাদের হলে অবস্থান না করার’ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আন্তরিক সহযোগিতা অত্যাবশ্যক বলেও সভায় অভিমত ব্যক্ত করা হয়।

করোনার ছুটিতে হল প্রশাসন হলের সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করবে।


ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়