ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষার্থীদের থেকে টিউশন ফি আদায় বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের থেকে টিউশন ফি আদায় বন্ধের দাবি

অনলাইনে ক্লাসের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

একই সঙ্গে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টারের টিউশন ফি মওকুফের দাবি জানিয়েছে তারা।

শনিবার (২ মে) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায়।

বিবৃতিতে তারা বলেন, সারাবিশ্ব মহামারি করোনা সারা ভাইরাস দ্বারা আক্রান্ত। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন ১৭০ জন।

অঘোষিত লকডাউনে মানুষ অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ের সম্মুখীন। এ অবস্থায় বেসরকারি বিশ্ববদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছে ক্ষুদে বার্তা পাঠিয়ে অনলাইনে টিউশন ফি পরিশোধের কথা বলছে। যা অমানবিক ও মুনাফাখোর ব্যবসায়ীদের বৈশিষ্ট্য।

তাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় বন্ধের দাবি জানানো হয়। 


ঢাকা/ইয়ামিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়