ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিওভূক্তির দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিওভূক্তির দাবি

করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রণোদনার পাশাপাশি এমপিওভূক্তির দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম।

মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মাওলানা এবিএম জাকারিয়া এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মত স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা শিক্ষকরা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে জাতীয়ভাবে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদেরকে উপযুক্ত মূল্যায়ন করা হচ্ছে না।

সরকার মাত্র ১৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ মাস পরপর নামমাত্র অনুদান দিয়ে থাকে। এরমধ্যে সকল শিক্ষক সেই সুবিধা পান না। তারপরও তারা সেবা প্রদান থেকে বিরত নেই। এতকিছুর পরও ত্রৈমাসিক যে অনুদান সেটাও সময়মতো প্রদান করা হচ্ছে না। এতে সংশ্লিষ্ট শিক্ষকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়