ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাবিতে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবিতে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস ভবনে করোনাভাইরাস পরীক্ষার ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ল্যাব উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন করোনাভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের (কার্স) পরিচালক অধ্যাপক ড. এম এ মালেক, চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান প্রমুখ।

জানা গেছে, এই ল্যাবে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা  পরীক্ষা করা যাবে। এ ল্যাব পুনর্বিন্যাস ও সমৃদ্ধ করলে এখানে ভাইরোলজি সংক্রান্ত উচ্চতর গবেষণা করা সম্ভব হবে।


ঢাকা/ইয়ামিন/রফিক  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়