ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের অর্থ ব্যাংকে জমা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ৭ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের অর্থ ব্যাংকে জমা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের অর্থ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) নির্ধারিত চারটি ব্যাংকে এ অর্থ জমা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব ভাতার সরকারি অংশের অর্থ ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। এ অর্থ বৃহস্পতিবার অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে জমা দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ঈদ উৎসবের ভাতা দ্রুত তাদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন।

অন্যদিকে, বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। এ বাবদ দুটি স্তরে মোট ৮৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ১৪৭ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা।

বৃহস্পতিবার এটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে আলাদা দুই অধিদপ্তরে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত বোনাসের অর্থ নির্ধারিত কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে ব্যাংকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়