ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এমপিওভুক্তি: ফের আবেদনের সুযোগ পাবেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এমপিওভুক্তি: ফের আবেদনের সুযোগ পাবেন শিক্ষকরা

চূড়ান্তভাবে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২ মে।  আবেদন চলে ৫ মে পর্যন্ত।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি বলেন, অধিদপ্তরের সার্ভার সমস্যার কারণে অনেক শিক্ষক-কর্মচারী আবেদন করতে পারেননি।  তাদের জন্য আবেদনের সময় বাড়াতে হবে।

এদিকে সময়সীমা আবারো বাড়ানো হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক।

তিনি বলেন, আমরা দুই দফায় মেয়াদ বাড়িয়েছি।  এরপরও কিছু শিক্ষক-কর্মচারী নির্দিষ্ট সময়ে আবেদন করতে পারেননি বলে অভিযোগ পেয়েছি।  সেটার ভিত্তিতে মে পর্যন্ত যারা আবেদন করেছেন তাদেরটি নিষ্পত্তির পর পুনরায় বাকিদের জন্য সময় দেওয়া হবে।  সবাই আবেদনের সুযোগ পাবে।


ইয়ামিন/সাইফ   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়