ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অবসরপ্রাপ্ত ১০৫৪ শিক্ষক পাচ্ছেন ৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অবসরপ্রাপ্ত ১০৫৪ শিক্ষক পাচ্ছেন ৪০ কোটি টাকা

অবসরপ্রাপ্ত এক হাজার ৫৪ জন বেসরকারি শিক্ষক প্রায় ৪০ কোটি টাকা কল্যাণ সুবিধা পাচ্ছেন।  ২০১৮ সালের মে মাসে যারা এই কল্যাণ সুবিধার জন্য আবেদন করেছিলেন তারা এ অর্থ পাচ্ছেন বলে জানা গেছে।

বুধবার (১৩ মে) কল্যাণ ট্রাস্টের সচিব এ সংক্রান্ত চেকে স্বাক্ষর করেন।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরের পর বৃহস্পতিবার (১৪ মে) চেক ব্যাংকে জমা হবে।  ঈদের আগেই অনলাইনে বিএফটিএনের মাধ্যমে শিক্ষকদের অ‌্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, ইতোমধ্যে চেকে স্বাক্ষর হয়ে গেছে।  মাউশির ডিজির স্বাক্ষরের পর এ অর্থ ব্যাংকে জমা হবে।  সবার ব্যক্তিগত অ্যাকাউন্টটে এ টাকা চলে যাবে।

মোট এক হাজার ৫৪ জন শিক্ষক কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ৩৯ কোটি ৬৬ লাখ টাকা পাচ্ছেন বলে জানান তিনি।

করোনাভাইরাসের পরিস্থিতিতে একটি সংকটকালীণ ‍মুহূর্ত পার করছেন অনেকে।  এ অবস্থায় এ চেক ছাড় বেসরকারি শিক্ষকদের জন্য অনেক ভালো সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ঢাকা/ইয়ামিন/জেডআর 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়