ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদের ছুটিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মস্থলে থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৫, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের ছুটিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মস্থলে থাকতে হবে

ঈদের সময় সরকারি ছুটিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাউইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উল ফিতরের সরকারি ছুটিতে মাউশি’র অধীনস্থ সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে মাউশি ও এর আওতাধীন সব দফতর, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আসন্ন ঈদের ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বর্তমান অবস্থানরত স্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বিষয়টি সব দফতর, প্রতিষ্ঠান প্রধান, নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।


ইয়ামিন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়