ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঢাবির ব্যবসায় অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মঈন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাবির ব্যবসায় অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মঈন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মঈন।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই পদে নিয়োগ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে ওই অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়। চেয়ারম্যান হিসেবে ওইদিনই বিএসইসিতে যোগ দেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এদিকে, একদিনের মধ্যে সোমবার ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্থলাভিষিক্ত (ভারপ্রাপ্ত) হলেন অধ্যাপক ড. আব্দুল মঈন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই পদে নিয়োগ দেন বলে জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়