ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঢাবি উপাচার্যের পদত্যাগ চায় ছাত্র ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০১, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঢাবি উপাচার্যের পদত্যাগ চায় ছাত্র ফেডারেশন

গাছ কাটা ও ক্যাম্পাসে মেট্রোরেলের স্টেশন করাকে সমর্থন জানানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। 

বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি আবু রায়হান খান ও সাধারণ সম্পাদক সালমান ফারসি এ দাবি জানান।

বিবৃতিতে ছাত্রনেতারা বলেন, ‘বর্তমান উপাচার্য সরকারের তাঁবেদারি করছে। আমরা অতিসত্বর তার পদত্যাগ চাই। আমরা উপাচার্যের কাছে আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোরেল স্টেশন হলে শিক্ষার্থীদের কী সমস্যা হবে তা তুলে ধরেছি। কিন্তু তিনি সেটি আমলে নেননি।’


ঢাকা/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়